হোম > সারা দেশ > ময়মনসিংহ

গার্ড অব অনারে নারী ইউএনওর বিকল্পের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

প্রতিনিধি

ময়মনসিংহ: বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর গার্ড অব অনার দেওয়ার ক্ষেত্রে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিকল্প চাওয়ার সুপারিশের প্রতিবাদ জানিয়ে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা শাখা।

মানববন্ধন চলাকালে বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মনিরা বেগম অণুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মরিয়ম বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর সুজনের সভাপতি অ্যাডভোকট শিব্বির আহমেদ লিটন, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেন, জেলা শাখার সাধারণ সম্পাদক ফাহমিদা ইয়াসমিন রুনা, বাংলাদেশ কৃষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, উদীচীর সহসভাপতি আতাউর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা মোকসেদুর রহমান জুয়েল, যুব ইউনিয়ন জেলা শাখার সভাপতি সাবিব তালুকদার রবিন প্রমুখ।

বক্তারা বলেন, সরকার যেখানে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করেছে, সেখানে নারী ইউএনওর গার্ড অব অনারে সমস্যা কোথায়? আমরা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির এমন সুপারিশের তীব্র নিন্দা জানাই। সরকারকে অনুরোধ করব এর বিপরীতে অবস্থান নেওয়ার জন্য। আমরা মনে করি এখানে নারীর অধিকার খর্ব করা হচ্ছে। এর ব্যত্যয় ঘটলে নারী সমাজ রাস্তায় দাঁড়াবে, প্রতিবাদ করবে।  

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা