হোম > সারা দেশ > শেরপুর

শ্রীবরদীতে বসতঘর থেকে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে নিজ বসতঘর থেকে ফেরদৌস মিয়া (৪০) নামের এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার সকাল উপজেলার খোশালপুর উত্তর পুটল গ্রামে এ ঘটনা ঘটে। 

লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইম খান সিদ্দিকী। তিনি বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।’ 

কৃষক ফেরদৌস উপজেলার খোশালপুর উত্তর পুটল গ্রামের সুরুজ মিয়ার ছেলে। এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, ফেরদৌস মানসিক ভারসাম্যহীন ছিলেন। 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সকালে ফেরদৌসের স্ত্রী সেলিনা বেগম লাকড়ি আনার কথা বলে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি যান। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এসে দেখেন ঘরের দরজা-জানালা বন্ধ। তাঁর সাত বছরের শিশুসন্তান জানালা খোলে ঘরের ভেতরে গিয়ে দেখতে পায় ফেরদৌস গলায় দড়ি দিয়ে ঝুলছেন। 

সেলিনা বেগম ও তাঁর সন্তানের চিৎকারে আশপাশের লোকজন এসে দড়ি কেটে দিয়ে ফেরদৌসের লাশ মাটিতে নামান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০