হোম > সারা দেশ > নেত্রকোণা

ছাত্রলীগ নেতার ঘুষিতে প্রাণ হারালো স্কুলছাত্র

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রোমান তালুকদারের ঘুষিতে দশম শ্রেণির শিক্ষার্থী মো. রেজাউল করিম (টিটু) (১৭) মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

আজ সোমবার উপজেলার আগিয়া ইউনিয়নের বুধী পশ্চিম পাড়া গ্রামে বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত রেজাউল উপজেলার আগিয়া ইউনিয়নের বুধী পশ্চিম পাড়া গ্রামের মো. আলীর ছেলে। রেজাউল স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। 

আর রোমান তালুকদার একই গ্রামের আইব আলী খানের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। 

নিহতের চাচা মো. আব্দুল হাকিম আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে রোমান কারও সঙ্গে আলাপ আলোচনা না করে হঠাৎ করেই ভেকু নিয়ে এসে জমি থেকে মাটি তুলে রাস্তায় দিতে থাকে।। পরে গ্রামের লোকজন জড়ো হয়ে তাকে মাটি কাটতে নিষেধ করে। তখন রোমান তাদেরকে ভয়ভীতি দেখাতে থাকে এবং তার লোকজনকে ডাকাডাকি শুরু করে। সে সময় এলাকার আরও লোকজন ঘটনাস্থলে চলে আসেন এবং তর্ক শুরু হয়। একপর্যায়ে রোমান রেগে গিয়ে পাশে থাকা রেজাউলকে ঘুষি মারলে সে মাটিতে পড়ে যায়। তাৎক্ষণিক রেজাউলকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।’

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না—তা শতভাগ নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক