হোম > সারা দেশ > নেত্রকোণা

গৃহবধূর মেসেঞ্জারে অশ্লীল ভিডিও পাঠিয়ে কুপ্রস্তাব, তরুণ গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদনে এক গৃহবধূর ফেসবুক মেসেঞ্জারে অশ্লীল ভিডিও পাঠিয়ে কুপ্রস্তাব দেওয়ার মামলায় ইমামুল হাসান চৌধুরী তন্ময় (২৩) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পৌর সদরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় এ গ্রেপ্তারের ঘটনা ঘটে। 

গৃহবধূর স্বামী আদালতে মামলার আবেদন করলে গতকাল বুধবার রাতে মদন থানায় মামলা রুজু হয়। এই মামলায় গ্রেপ্তার ইমামুল হক চৌধুরী তন্ময়ের বাড়ি মদন পৌরসভার আশকিপাড়া এলাকায়। 

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক আজকের পত্রিকাকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেন। তিনি বলেন, ‘পর্নোগ্রাফি মামলায় তন্ময়কে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়।’ 

পুলিশ ও গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, তন্ময় বেশ কয়েক দিন ধরে গৃহবধূকে ফেসবুকের মেসেঞ্জারে অশ্লীল ভিডিও পাঠাচ্ছিলেন। তাঁকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। এই ঘটনার বিচার চেয়ে গৃহবধূর স্বামী সম্প্রতি নেত্রকোনা আদালতে মামলার আবেদন করেন। 

আদালতের নির্দেশে গতকাল বুধবার রাতে তন্ময়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি আইনে মদন থানায় মামলা রুজু করা হয়। ওই দিন রাতেই অভিযান চালিয়ে আসামি তন্ময়কে গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়।

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা