হোম > সারা দেশ > নেত্রকোণা

কলমাকান্দায় লরি উল্টে খাদে পড়ে চালক নিহত

নেত্রকোনা প্রতিনিধি

খাদ থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার কলমাকান্দায় লরি উল্টে খাদে পড়ে এক চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের আশারানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁর লাশ উদ্ধার করে।

নিহত লরি চালকের নাম নিলয় দাস (২১)। তিনি উপজেলার সদর ইউনিয়নের গুজাকুলিয়া গ্রামের যতিন্দ্র দাসের ছেলে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও দমকল বাহিনী জানান, শুক্রবার ভোরে রাতে লরিতে বালু বোঝাই করে উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন নিলয় দাস। পথে আশারানী নামক এলাকায় কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে লরি উল্টে খাদে পড়ে যায়। এ সময় চালক নিলয় দাস লরির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। সকালে খাদে লরি উল্টে পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিলয় দাসের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের