হোম > সারা দেশ > নেত্রকোণা

কলমাকান্দায় লরি উল্টে খাদে পড়ে চালক নিহত

নেত্রকোনা প্রতিনিধি

খাদ থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার কলমাকান্দায় লরি উল্টে খাদে পড়ে এক চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের আশারানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁর লাশ উদ্ধার করে।

নিহত লরি চালকের নাম নিলয় দাস (২১)। তিনি উপজেলার সদর ইউনিয়নের গুজাকুলিয়া গ্রামের যতিন্দ্র দাসের ছেলে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও দমকল বাহিনী জানান, শুক্রবার ভোরে রাতে লরিতে বালু বোঝাই করে উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন নিলয় দাস। পথে আশারানী নামক এলাকায় কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে লরি উল্টে খাদে পড়ে যায়। এ সময় চালক নিলয় দাস লরির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। সকালে খাদে লরি উল্টে পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিলয় দাসের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার