হোম > সারা দেশ > নেত্রকোণা

কলমাকান্দায় খালে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় খালে গোসল করতে নেমে হাবিবুর রহমান হাবিব (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের আতকাপাড়া টাঙ্গাইল নামের খালে এই মৃত্যুর ঘটনা ঘটে।

হাবিব আতকাপাড়া গ্রামের আব্দুল জব্বার মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

স্বজনেরা জানান, সকালে নাশতা শেষে প্রতিদিনের মতো মাদ্রাসায় যায় হাবিব। পরে বন্ধুদের সঙ্গে খালে গোসল করতে নামে। একপর্যায়ে হাবিব ডুবে যায়। সঙ্গে থাকা এক বন্ধু চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, শিশু মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী দুর্গাপর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা