হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে চেক প্রতারণা মামলায় বিএনপি নেতার ৪ মাসের কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি 

রুহুল আমীন মিলন। ছবি: সংগৃহীত

জামালপুরে চেক প্রতারণার অভিযোগে করা মামলায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলনকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার (৭ এপ্রিল) জামালপুরের যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক নিষ্কৃতি হাগিদক এ রায় দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামীমা তাসমিন সাথী এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রহুল আমীন মিলন তিন মাস সময় নিয়ে মামলার বাদী শহিদুল্লাহ শহীদের কাছ থেকে ২ লাখ টাকা ধার নেন। কিন্তু নির্দিষ্ট সময়ের পরও টাকা পরিশোধ করতে টালবাহানা করেন। ২০২৩ সালের ১২ জুলাই পাওনা টাকা না দিয়ে কৃষি ব্যাংক জামালপুর শাখার চেক (২ লাখ টাকা) দেন। চেক জমা দিলে ব্যাংক থেকে জানানো হয়, অ্যাকাউন্টে সমপরিমাণ টাকা নেই। পরে ওই বছরের ২২ আগস্ট শহিদুল্লাহ বাদী হয়ে আদালতে চেক প্রতারণার মামলা করেন।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ মোকাদ্দেস আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামীমা তাসমিন সাথী।

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র