হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে চেক প্রতারণা মামলায় বিএনপি নেতার ৪ মাসের কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি 

রুহুল আমীন মিলন। ছবি: সংগৃহীত

জামালপুরে চেক প্রতারণার অভিযোগে করা মামলায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলনকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার (৭ এপ্রিল) জামালপুরের যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক নিষ্কৃতি হাগিদক এ রায় দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামীমা তাসমিন সাথী এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রহুল আমীন মিলন তিন মাস সময় নিয়ে মামলার বাদী শহিদুল্লাহ শহীদের কাছ থেকে ২ লাখ টাকা ধার নেন। কিন্তু নির্দিষ্ট সময়ের পরও টাকা পরিশোধ করতে টালবাহানা করেন। ২০২৩ সালের ১২ জুলাই পাওনা টাকা না দিয়ে কৃষি ব্যাংক জামালপুর শাখার চেক (২ লাখ টাকা) দেন। চেক জমা দিলে ব্যাংক থেকে জানানো হয়, অ্যাকাউন্টে সমপরিমাণ টাকা নেই। পরে ওই বছরের ২২ আগস্ট শহিদুল্লাহ বাদী হয়ে আদালতে চেক প্রতারণার মামলা করেন।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ মোকাদ্দেস আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামীমা তাসমিন সাথী।

ময়মনসিংহে নিহত দিপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন