জামালপুরে দুই বারের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য প্রার্থী শফিকুল ইসলাম শফির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শীতকূর্শা এলাকার কাঠ বাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত শফিকুল ওই ইউনিয়নের গোদাশিমলা এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি দুইবার তাঁর নিজ ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচন করেছেন এবং পেশায় কৃষক ছিলেন।
স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে এক নারী কাঠ বাগানে একজনকে পড়ে থাকতে দেখেন। পরে তাঁর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে শফিকুলের লাশ শনাক্ত করে পুলিশকে খবর দেন। জামালপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের ভাই মো. বিপুল মিয়া বলেন, ‘আমার ভাই পাশের ঘরে একাই থাকত। গতকাল রাত ১১টায় তাঁর মোবাইলে ফোন আসে। ফোন পেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। রাতে আর বাড়ি ফেরেনি। সকাল ৭টায় এলাকার লোকজন খবর দেয়, তার লাশ বাড়ির এক কিলোমিটার দূরে পড়ে আছে। খবর পেয়ে দেখি আমার ভাইয়ের লাশ।’
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবির বলেন, শফিকুলের লাশে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে সুরতহালে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।