হোম > সারা দেশ > ময়মনসিংহ

কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে জলাবদ্ধতা, পরীক্ষার খাতা নষ্ট 

কাজী নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

অতিবৃষ্টিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জলাবদ্ধতা তৈরি হয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় গত বৃহস্পতি ও শুক্রবারের বৃষ্টিতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। এতে পরীক্ষার সংরক্ষিত খাতা নষ্টসহ বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে। 

সরেজমিনে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশে ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির নিচতলার ডাম্পিং স্টোরে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের জিনিসপত্র থাকলেও নির্দিষ্ট কেউ ডাম্পিং স্টোরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন না। 

ডাম্পিং স্টোরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর এমনকি আবাসিক হলের জিনিসপত্রও রাখা ছিল। পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা গেছে, এক পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরেরই ৭ থেকে ৮ হাজার খাতা নষ্ট হয়েছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবদুল হালিম বলেন, ‘এটি একটি আকস্মিক দুর্যোগ। এর জন্য কেউ প্রস্তুত ছিলেন না।’ বিপুলসংখ্যক পরীক্ষার খাতা নষ্ট হলেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চলমান সেমিস্টার পরীক্ষা অব্যাহত রাখা যাবে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক। 

ডাম্পিং স্টোরে রাখা শিক্ষক লাউঞ্জের জন্য আনা দুটি সোফা, দুটি ফটোকপি মেশিন, আবাসিক হলের ৫২টি খাট, প্রকৌশল দপ্তর ও পরিবহন পুলের কিছু পুরো সামগ্রী (নিলামে বিক্রির জন্য রাখা ছিল) পানিতে নষ্ট হয়েছে বলে সরেজমিনে জানা গেছে। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হুমায়ুন কবীর বলেন, ‘দুর্যোগের পর সামগ্রিক বিষয়ে একটি কমিটি করা হয়েছে। খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।’

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ