হোম > সারা দেশ > ময়মনসিংহ

গফরগাঁওয়ে আগুনে পুড়ল ৫ দোকান, আতঙ্কিত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি বাসা পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আবুল হোসেন (৬০) নামে স্থানীয় এক ব্যবসায়ী আতঙ্কিত হয়ে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের মধ্যবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্বর্ণ ব্যবসায়ী পরিমল বলেন, চারটি স্বর্ণের দোকান, একটি কসমেটিকসের দোকান ও পাশের একটি বাসভবনের কিছু অংশ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের মধ্যবাজারে স্বর্ণের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। জনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগাতে মানুষের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ব্যবসায়ীরা তাদের দোকানের মালামাল সরিয়ে নিতে পারেনি। তবে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। 

আবুল হোসেন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগার কিছুক্ষণের মধ্যে আবুল হোসেন আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন আবুল হোসেন। 

তিনি আরও জানান, স্বর্ণের দোকানের পেছনে আবুল হোসেনের বাসা এবং পাশে একটি লেদারের ছোট দোকান ছিল। সেই দোকানও আগুনে পুড়ে যায়। 

এদিকে আগুন লাগার ২০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজে অংশ নেন। পরে দুই ঘণ্টার চেষ্টায় রাত ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার রামপ্রসাদ পাল বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ধারণা করা যাচ্ছে না।’ 

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবিদুর রহমান বলেন, ‘আগুন নেভাতে দ্রুত কাজ করেছে ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার জন্য পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।’ 

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড