হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ সিটি করপোরেশনের ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি

ইউসুফ আলী, জহুরুল হক, মানস বিশ্বাস ও জিল্লুর রহমান (ওপরে বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলীসহ চার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। গতকাল বুধবার জেলা ও দায়রা জজ (জ্যেষ্ঠ স্পেশাল জজ) আদালতে মামলাটি করেন স্থানীয় সাংবাদিক মো. খালেদুজ্জামান পারভেজ বুলবুল।

মামলায় অভিযুক্ত অন্যরা হলেন—ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জিল্লুর রহমান, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীর আইনজীবী রিয়াদ মো. সাঈদ। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলাটি করা হয়েছে। জেলা ও দায়রা জজ (জ্যেষ্ঠ স্পেশাল জজ) আদালতের বিচারক মমতাজ পারভীন মামলাটি আমলে নেন। একই সঙ্গে তিনি অভিযোগটি জেলা সমন্বিত দুর্নীতি দমন কমিশন কার্যালয়কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।

বাদী সাপ্তাহিক পারাপার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। নগরীর মোহাম্মদ আলী রোডের বুলবুল বলেন, ‘বিগত সরকারের আমলে অভিযুক্ত ব্যক্তিরা ক্ষমতার প্রভাব খাঁটিয়ে ড্রেনেজ, সড়ক, বাতি ও বিল্ডিং কোড অমান্য করে বহুতল ভবন নির্মাণের অনুমতি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। নগরীসহ দেশের বিভিন্ন স্থানে বাড়ি, ফ্ল্যাট ও জমি কিনেছেন। তাঁদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্যই এ মামলা করেছি সাধারণ নাগরিক হিসেবে। আশা করছি, বর্তমান সরকারের কাছে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য।’

সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জিল্লুর রহমান বলেন, বুলবুলের সঙ্গে সিটি করপোরেশনের বিরোধ রয়েছে। কর্মকর্তাদের কাছে তিনি অনৈতিক সুবিধাও চেয়েছিলেন, না দেওয়ায় আদালতে অভিযোগ করেছেন। বিষয়টি আইনি-প্রক্রিয়ায় মোকাবিলা করা হবে।

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের