হোম > সারা দেশ > নেত্রকোণা

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, তরুণ নিহত

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেওয়ায় মোটরসাইকেলচালক অসিম সরকার (১৮) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী রেহান মিয়া (১৯) নামে আহত হয়েছেন। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বারহাট্টা উপজেলা সদর এলাকার জিরোপয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত অসিম সরকার উপজেলার গড়মা গ্রামের সুবল সরকারের ছেলে। আহত রেহান মিয়া উপজেলার আসমা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, অসিম গতকাল বৃহস্পতিবার রাতে কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। জিরোপয়েন্টে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অসিমের বেপরোয়া গতির মোটরসাইকেলটি ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুজনই ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক অসিমকে মৃত ঘোষণা করেন। 

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা আজ শুক্রবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, দুর্ঘটনার পর অসিমকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার