হোম > সারা দেশ > ময়মনসিংহ

মাতৃত্বকালীন ছুটিতে থাকা পুলিশ সদস্যের ওপর প্রতিপক্ষের হামলা

ময়মনসিংহ প্রতিনিধি

মাতৃত্বকালীন ছুটিতে গ্রামের বাড়িতে এসে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন সুমাইয়া খাতুন (৩১) নামের এক নারী পুলিশ সদস্য। গুরুতর আহত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে ময়মনসিংহের সদর উপজেলার চর ভবানীপুরে এ ঘটনা ঘটে। সুমাইয়া খাতুন ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে কন্ট্রোল রুমে কর্মরত। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার সিরতা ইউনিয়নের চর ভবানীপুরে ২৩ বছর ধরে জমিজমা নিয়ে আলী আকবর এবং আজিজুল হক পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছে। এ ঘটনায় একাধিক মামলাও চলমান। শনিবার বিকেলে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার কথা থাকলেও আজিজুল হকের লোকজন রাস্তায় গাছ দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে আজিজুল হকের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আলী আকবরের পরিবারের ওপর হামলা করে। এ সময় আলী আকবরের বোন সুমাইয়া খাতুন তাঁর শিশু বাচ্চাকে নিয়ে বারান্দায় বসে থাকার সময় তাঁর মাথায় রামদা দিয়ে কোপ দেন তাঁরা। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সুমাইয়ার বোনও আহত হন। 

কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে ১৯৮৮ সাল থেকে দ্বন্দ্ব চলছে। আলী আকবরের দাদা আব্দুল মান্নানের ৭৪ শতাংশ জমি তাঁর ভাই আব্দুল জব্বারের কাছ থেকে আজিজুল হক বিআরএস মূল্যে কিনেন। এ নিয়ে আদালতে মামলা হলে আলী আকবরদের পক্ষে দুটি রায় আসে। মূলত এই ঘটনাকে কেন্দ্র করেই দ্বন্দ্ব চলছে। 

আহত পুলিশ সদস্য সুমাইয়া খাতুন বলেন, ‘আজ সালিস হওয়ার কথা থাকলেও আজিজুলরা যায়নি। পরে উল্টো তাঁরা আমাদের বাড়ির সামনের রাস্তা গাছ দিয়ে বন্ধ করে দেয়। রাস্তা বন্ধের কারণ জানতে চাইলেই পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালায়। আমার মাথায় রামদা দিয়ে কোপ দিলে অজ্ঞান হয়ে পড়ি, জ্ঞান ফিরে দেখি হাসপাতালে ভর্তি।’ 

এ বিষয়ে আজিজুল হক বলেন, বিরোধের জমিটি ক্রয় সূত্রে মালিক তিনি। সেই জমি তাঁরা দাবি করে একটা ঝামেলা তৈরি করে চলছে দীর্ঘদিন ধরে। তাঁরা আমাদের ওপর চড়াও হলে আমরাও পাল্টা হামলা করি আত্মরক্ষার্থে। 

স্থানীয় ইউপি সদস্য শাহ আলম বাদশা বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। অনেকবার সালিস করেও সমাধান হয়নি। আজও জমি বিরোধকে কেন্দ্র করেই মারামারির ঘটনা ঘটেছে। 
 
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, নারী পুলিশ সদস্য সুমাইয়া আক্তার ছুটিতে এসে হামলার শিকার হয়েছেন। তাঁর অবস্থাও গুরুতর। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। 

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা