হোম > সারা দেশ > ময়মনসিংহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতার ছাত্রদলে যোগদান

ময়মনসিংহ প্রতিনিধি

ছাত্রদলে যোগ দেওয়া পাঁচ নেতাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটির পাঁচ নেতা ছাত্রদলে যোগ দিয়েছেন। শনিবার (২৪ মে) রাতে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডের বিএনপির দলীয় কার্যালয়ে মহানগর ছাত্রদলের এক সভায় তাঁদের বরণ করে নেওয়া হয়। নবগঠিত মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

ছাত্রদলে যোগ দেওয়া পাঁচ নেতা হলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা শাখার সংগঠক কাউসার হাসান, মহানগর কমিটির সহমুখপাত্র রিশাদুল আলম, সদস্য ফারদিন আলম, নামি আহমেদ ও বাঁধন রহমান।

যোগদান প্রসঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের মহানগর কমিটির সাবেক সহমুখপাত্র রিশাদুল আলম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে জুলাই অভ্যুত্থানসহ সব গণতান্ত্রিক আন্দোলনে জাতীয়তাবাদী শক্তির আদর্শে অনুপ্রাণিত হয়ে লড়াই করেছি। আমরা ভবিষ্যতেও মেধাভিত্তিক, তারুণ্যনির্ভর একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সক্রিয়ভাবে কাজ করে যাব।’

তিনি আরও বলেন, ‘আমি আগে থেকেই জাতীয়তাবাদী আদর্শের সকল লড়াই-সংগ্রামে অংশগ্রহণ করেছি। কিন্তু আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও আমাকেসহ অন্যদেরও বৈষম্যবিরোধী আন্দোলনের কমিটিতে পদায়ন করা হয়। এর পরিপ্রেক্ষিতে আমরা পদত্যাগ করে ছাত্রদলে যোগ দিয়েছি।’

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শাকির আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিসালাত ইসলাম। এ ছাড়া নবগঠিত ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় এবং সাধারণ সম্পাদক আল মো. রাফসান সামিসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার সদস্যসচিব আল নুর মোহাম্মদ আয়াস বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ শাখার কমিটি হওয়ার পরেই তাঁরা পদত্যাগ করেছেন। এটি নতুন কিছু নয়। সবারই ব্যক্তি স্বাধীনতা রয়েছে। তবে আমরা প্রত্যেকেই যেন প্রত্যেকের জায়গা থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি।’

গত ২৫ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩৯ সদস্যবিশিষ্ট ময়মনসিংহ মহানগর কমিটি এবং ২৬ জানুয়ারি ১১৫ সদস্যবিশিষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু

বিজয় দিবস উদ্‌যাপনে মুছে ফেলা হলো জুলাই আন্দোলনের গ্রাফিতি

ময়মনসিংহে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না—তা শতভাগ নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১