হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঘর ছেড়ে নিরুদ্দেশ কিশোরী, দুই মাস পর উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে গত ১২ অক্টোবর ঘর ছেড়ে নিরুদ্দেশ হয় এক কিশোরী। ওই কিশোরীকে গতকাল বৃহস্পতিবার নগরীর আর কে মিশন রোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

কিশোরী নিখোঁজের পর জিহাদ নামের এক তরুণ ও তাঁর বাবা-মাকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন কিশোরীর বাবা। 

মামলার বরাত দিয়ে ময়মনসিংহ পিবিআই পুলিশের উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আজিমুল ইসলাম বলেন, চলতি বছরের ১ অক্টোবর ওই কিশোরীকে নিজ বাড়ি থেকে অপহরণ করে জিহাদ। এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করলে জিহাদ কিশোরীকে ফিরিয়ে দিলেও তিনি কিশোরীকে আবারও উত্ত্যক্ত করা শুরু করেন এবং তাঁর কাছে বিয়ে না দিলে আবারও অপহরণ করার হুমকি দেন। এরপর গত ১২ অক্টোবর জিহাদ তাঁর সঙ্গীদের নিয়ে কিশোরীকে অপহরণ করে সিএনজি অটোরিকশায় করে মুক্তাগাছার দিকে নিয়ে যান। 
 এ ঘটনায় জিহাদ ও তাঁর বাবা-মাকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন কিশোরীর বাবা। পরে মামলাটি তদন্তের জন্য পিবিআই পুলিশে হস্তান্তর করা হয়। মামলার তদন্তভার পেয়ে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় নগরীর আর কে মিশন রোড এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে। 

উদ্ধারের পর জেলা শিশু ও নারী নির্যাতন দমন আদালতে তোলা হলে ওই কিশোরী স্বেচ্ছায় জিহাদের সঙ্গে পালিয়ে গিয়ে তাঁকে বিয়ে করেছে বলে জানায়। তবে ওই কিশোরীর বাবা অন্য একটি মামলায় কারাগারে থাকায় গাজীপুরের কিশোরী উন্নয়ন কেন্দ্রে তাকে পাঠানোর নির্দেশ দেন বিচারক রাফিজুল ইসলাম। 

এ বিষয়ে ময়মনসিংহ পুলিশ সুপার (পিবিআই) গৌতম কুমার বিশ্বাস বলেন, ওই কিশোরীর মা নেই, অন্য মামলায় বাবাও কারাগারে। তাই কিশোরীকে আদালত গাজীপুরের কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা