ময়মনসিংহে অনূর্ধ্ব ১৬ বছর বয়সী কিশোরীদের চূড়ান্ত কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে নগরীর সার্কিট হাউস মাঠে কাবাডি প্রতিযোগিতার পর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নাসিরাবাদ কলেজিয়েট স্কুল ও মহিলা সমিতি উদয়ন উচ্চবিদ্যালয়। এতে ২৬-২৫ পয়েন্টে নাসিরাবাদ কলেজিয়েট স্কুল জয়লাভ করে।
এমন সুন্দর কাবাডি প্রতিযোগিতার আয়োজনের জন্য জেলা ক্রীড়া অফিসকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন। এ ছাড়া শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্ব অপরিহার্য উল্লেখ করে তিনি খেলাধুলার সার্বিক প্রসারের আহ্বান জানান।