হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে কিশোরীদের কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে অনূর্ধ্ব ১৬ বছর বয়সী কিশোরীদের চূড়ান্ত কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে নগরীর সার্কিট হাউস মাঠে কাবাডি প্রতিযোগিতার পর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নাসিরাবাদ কলেজিয়েট স্কুল ও মহিলা সমিতি উদয়ন উচ্চবিদ্যালয়। এতে ২৬-২৫ পয়েন্টে নাসিরাবাদ কলেজিয়েট স্কুল জয়লাভ করে।

পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন। জেলা ক্রীড়া কর্মকর্তা আব্দুল বারীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মেহেদী জামান, নাসিরাবাদ কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুন নাহারসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। 

এমন সুন্দর কাবাডি প্রতিযোগিতার আয়োজনের জন্য জেলা ক্রীড়া অফিসকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন। এ ছাড়া শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্ব অপরিহার্য উল্লেখ করে তিনি খেলাধুলার সার্বিক প্রসারের আহ্বান জানান। 

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা