হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু

প্রতিনিধি

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজন ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

মৃত ৮ জনের ৩ জন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ও বাকি ৫ জন করোনা ইউনিটের সাধারণ বেডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩১ জন। আইসিইউ'র ১১ জনসহ মোট ১৯৩ জন করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ও এন্টিজেন টেস্টে ৬৮৩ নমুনা পরীক্ষা করে নতুন করে ১২২ জন করোনা শনাক্ত হয়েছেন। করোনা শনাক্তের হার ১৭ দশমিক ৮৬ শতাংশ। এতে বেশি আক্রান্ত হচ্ছে বয়স্করা।

জেলা জনউদ্যোগের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু বলেন, 'করোনা সংক্রমণ রোধে লকডাউন বাস্তবায়নের চেয়ে মানুষের সচেতন হওয়া বেশি জরুরি। যে হারে করোনা সংক্রমণ বাড়ছে, আমরা কেউ নিরাপদ নয়। এ সময়ে সরকারের নির্দেশনা মেনে চলা আমাদের জন্য মঙ্গল হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামূল হক বলেন, করোনা সংক্রমণ রোধে লকডাউন বাস্তবায়নে মাঠে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। মানুষ নিজ থেকেই সচেতন নয়। আমরা চাই সরকারের নির্দেশনার পাশাপাশি মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলবে।

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা