হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭ মাদক ব্যবসায়ীসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৫১০ ইয়াবা, ৬৮টি নেশাজাতীয় ইনজেকশন, ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন মো. সাদ্দাম হোসেন, মো. শান্ত, ফারুক (৩২), ফারুক মিয়া, সবুজ মিয়া (২২), আতিকুল ইসলাম (২৪), টুটুল আহম্মেদ (৪৯), ব্রজ গোপাল দাস (৫২), মো. নুরুল ইসলাম (৪৫), মো. শাহ আলম (৩৬), মো. অলিউল্লাহ (৩০), আল আমিন (২৫), মো. সোহেল মিয়া (৩০), মো. আক্তারুজ্জামান খান (৪০), ইকবাল হোসেন (৪০), মো. আওলাদ হোসেন ওরফে খোকন (৫৩), মঞ্জুরুল আনোয়ার পাঠান (৪১) এবং অপর দুজনের নাম জানা যায়নি। 

গত মঙ্গলবার বিকেলে কোতোয়ালী মডেল থানার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ৭ মাদক ব্যবসায়ী, পাসপোর্ট মামলায় ৪ জন, গ্রেপ্তারি পরোয়ানায় সাজাপ্রাপ্ত ও পলাতক ৬ জন, চুরি ও অন্যান্য মামলায় ২ জনসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা