হোম > সারা দেশ > শেরপুর

ফেসবুক লাইভে ধর্ম অবমাননাকর বক্তব্য দেওয়ায় শেরপুরের বিচারকের বদলি

শেরপুর প্রতিনিধি

ফেসবুক লাইভে ধর্ম অবমাননাকর বক্তব্য দেওয়ায় শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ পদমর্যাদার) ড. ইমান আলী শেখকে বদলি করা হয়েছে। ফেসবুক লাইভে আল্লাহ, ঈশ্বর ও ভগবান নিয়ে স্পর্শকাতর ও ধর্ম অবমাননাকর বক্তব্য দেওয়ায় আইন মন্ত্রণালয়ে তাঁকে বদলি করে। 

আজ রোববার আইন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্য ইমান আলী শেখকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলো। তাঁকে শেরপুরের জেলা ও দায়রা জজের কাছে বর্তমান পদের দায়িত্বভার দিয়ে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। 

এদিকে আজ বদলির আদেশ জারির আগেই গত শুক্রবার রাতেই বিশেষ নিরাপত্তায় শেরপুর ত্যাগ করেছেন বিচারক ড. ইমান আলী শেখ। 

এর আগে শুক্রবার নিজের ফেসবুক আইডি থেকে লাইভ করেন ওই বিচারক। এরপর ওই দিন রাত থেকেই বিচারক ড. ইমান আলী শেখের ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেল ডিজেবল রয়েছে। 

জানা গেছে, গেল বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে যোগদান করেন ড. ইমান আলী শেখ। তিনি অবসর সময়ে লেখালেখি ও গানের সুর করতেন। ‘গানে জ্ঞানে’ নামে তাঁর একটি ইউটিউব চ্যানেলও ছিল। শুক্রবার নিজ ফেসবুক আইডি থেকে লাইভে এসে ধর্ম অবমাননাকর কথাবার্তা বলেন তিনি। 

ঘটনার পর বিষয়টি নিয়ে নিজ ফেসবুকে প্রতিবাদ জানান স্থানীয় তাহফিন হাসান তন্ময় নামে এক শিক্ষানবিশ আইনজীবী। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন। পরিস্থিতি আঁচ করতে পেরে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বিষয়টি জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ এবং সিজেএম এস এম হুমায়ুন কবীরকে জানানো হয়। পরে তাঁরা দ্রুত বিষয়টি আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টে অবহিত করেন। এরপর ওই দিন রাতেই তাঁকে বিশেষ নিরাপত্তায় শেরপুর থেকে ঢাকায় পাঠানো হয়। সাপ্তাহিক বন্ধ থাকায় আজ জারি হয় বদলির আদেশ। অন্যদিকে সতর্কতার জন্য আজ সকালে আদালত অঙ্গনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। 

ঘটনার বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু বলেন, ‘তিনি একজন ভাবুক ও ধ্যানী প্রকৃতির লেখক-গায়ক। ফেসবুক লাইভে তিনি আল্লাহ, ঈশ্বর, ভগবান সম্পর্কে বিভিন্নজনের মন্তব্যের মূল্যায়ন করেছেন। বিষয়টি ধর্মভীরুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এ জন্য পরিস্থিতি বিবেচনায় তাঁকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।’ 

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম কে মুরাদুজ্জামান বলেন, ‘বিচারক ড. ইমান আলী শেখ তাঁর ফেসবুক লাইভে নাস্তিকধর্মী কথাবার্তা বলায় স্থানীয়ভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছিল। বিচার বিভাগের দ্রুত পদক্ষেপে তাঁকে শেরপুর থেকে প্রত্যাহার করায় স্থানীয়ভাবে পরিস্থিতি শান্ত রয়েছে।’

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন