হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গণপরিবহনের সংকট, ভোগান্তিতে যাত্রীরা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। ছবি: আজকের পত্রিকা

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের আজকের কর্মসূচিকে ঘিরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ অংশে উভয়মুখী লেনে গণপরিবহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। যানবাহন না পাওয়ায় আজ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যাত্রীরা ভোগান্তির শিকার হয়। বিশেষ করে দূরপাল্লার বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের চলাচল সীমিত থাকায় পদ্মা সেতু হয়ে ঢাকায় প্রবেশ বা ঢাকাগামী যাত্রীরা বিপাকে পড়েছে।

মুন্সিগঞ্জের পদ্মা সেতুর উত্তর টোল প্লাজা-সংলগ্ন খানবাড়ি এলাকা, সিরাজদিখান উপজেলার নিমতলা ও শ্রীনগর উপজেলার ছনবাড়ীসহ এক্সপ্রেসওয়ের চারটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ সকাল থেকে এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাবারী বাহিনীর কড়া নজরদারি চলছে।

পদ্মা সেতুর উত্তর টোল প্লাজা-সংলগ্ন খানবাড়ি এলাকায় আজ দুপুর ১২টার দিকে বরিশালগামী যাত্রী কামরুল ইসলাম বলেন, ‘ভোর থেকে বরিশালগামী বাসের অপেক্ষায় আছি। এখনো কোনো গাড়ি পাচ্ছি না। যেভাবে যানবাহন কমেছে, মনে হচ্ছে আজ পৌঁছানোই কষ্টকর হবে।’

আরেক যাত্রী সালমা আক্তার বলেন, ‘আমি বাবার বাড়ি ফরিদপুর যাচ্ছি। বাবা অনেক অসুস্থ, তাই দেখতে যেতে হবে। কিন্তু কোনো বাস পাচ্ছি না। এক্সপ্রেসওয়ে ফাঁকা পড়ে আছে, কোথাও কোনো গাড়ি নেই।’ মাওয়া ঘাটগামী চালক মিজান হোসেন বলেন, যাত্রীও কম, গাড়িও কম। পুলিশ চেকপোস্টে গাড়ি থামাচ্ছে। যাত্রীরা আতঙ্কে বের হচ্ছে না।

হাসাড়া হাইওয়ে থানার ওসি এ টি এম মাহমুদুল হক বলেন, ধলেশ্বরী টোল প্লাজায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে। দোলাইরপাড় থেকে পদ্মা সেতুর টোল প্লাজা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যানবাহনের সংখ্যা কিছুটা কম হলেও সবকিছু স্বাভাবিক রয়েছে।

গণভোটের প্রচারণায় মুন্সিগঞ্জে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নারীসহ আহত ৬

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী: পানিনিষ্কাশন সংকট, চরম ক্ষতির মুখে চাষিরা

সাবেক এমপি সুকুমার রঞ্জন ঘোষ মারা গেছেন

প্রতিবেশী দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের

মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এসআইসহ ৬ জন টেঁটাবিদ্ধ, বাড়িঘরে আগুন

জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সিগঞ্জে শীর্ষ সন্ত্রাসী লালুসহ চারজন গ্রেপ্তার

মুন্সিগঞ্জে বিএনপিতে যোগ দিলেন বিকল্পধারার শতাধিক নেতা-কর্মী

সিরাজদিখানে প্রবাসীর বাড়িতে ককটেল বিস্ফোরণ, অস্ত্রের মুখে ৫০ লাখ টাকার মালপত্র লুট