হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার তিন, ককটেল ও চাকু জব্দ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ককটেল ও চাকুসহ গ্রেপ্তার দুজন। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭টি তাজা ককটেল এবং দুটি সুইচ গিয়ার চাকুসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পৃথক অভিযানে হত্যা মামলার এক আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব ও মধ্যমাকহাটি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নাসির সর্দার (৪২) ও আল-আমিন ব্যাপারী (২২)। এ ছাড়া ছানা মাঝি হত্যা মামলার ৯ নম্বর আসামি কাওসার (২৪) গ্রেপ্তার হন।

গ্রেপ্তার হওয়া নাসির সর্দার উপজেলার পূর্ব মাকহাটি গ্রামের নুরু মিয়া সর্দারের ছেলে, আল-আমিন ব্যাপারী একই গ্রামের দীন ইসলাম ব্যাপারীর ছেলে ও কাওসার একই ইউনিয়নের মধ্যমাকহাটির সানাউল্লাহর ছেলে।

আজ দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির। তিনি জানান, ভোরে প্রথমে পূর্ব মাকহাটি এলাকার মিল্টন মল্লিকের দোতলা ভবনের নিচতলায় অভিযান চালিয়ে ৭টি তাজা ককটেল ও দুটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। এ সময় নাসির ও আল-আমিনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। পরে একই ইউনিয়নের মধ্যমাকহাটি এলাকার বাবু মাঝির বাড়িতে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি কাওসারকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করার জন্য বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ককটেল-বিয়ারসহ ৩ জন আটক

গণভোটের প্রচারণায় মুন্সিগঞ্জে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নারীসহ আহত ৬

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী: পানিনিষ্কাশন সংকট, চরম ক্ষতির মুখে চাষিরা

সাবেক এমপি সুকুমার রঞ্জন ঘোষ মারা গেছেন

প্রতিবেশী দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের

মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এসআইসহ ৬ জন টেঁটাবিদ্ধ, বাড়িঘরে আগুন

জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সিগঞ্জে শীর্ষ সন্ত্রাসী লালুসহ চারজন গ্রেপ্তার

মুন্সিগঞ্জে বিএনপিতে যোগ দিলেন বিকল্পধারার শতাধিক নেতা-কর্মী