হোম > সারা দেশ > মানিকগঞ্জ

অসচেতনতার কারণে ভাঙনের মুখে হরিরামপুরের পদ্মার পাড়

প্রতিনিধি, হরিরামপুর (মানিকগঞ্জ)

ভাঙনের মুখে পড়েছে মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার বয়রা, হারুকান্দি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম। ইউনিয়নগুলোতে ভাঙন রোধে নির্মিত জিও ব্যাগের বাঁধের বিভিন্ন জায়গায় এরই মধ্যে ভাঙন দেখা দিয়েছে। এই বাঁধ ভেঙে গেলে উপজেলার কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়বে বলে আশঙ্কায় করছেন স্থানীয়রা। 

আজ শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনটি ইউনিয়ন নির্মিত প্রায় ৮ কিলোমিটার এলাকায় এই বাঁধের আন্ধারমানিক বাজার এবং খালপাড় বয়রা এলাকায় ধসে পড়েছে। এ ছাড়া এই বাঁধে হাজার হাজার জাল ব্যবহার করছে মৎস্য শিকারিরা। এসব মাছ ধরার জালের এলাকায় চায়না দোয়ারি (মাছ ধরার জাল), সাধারণ দোয়ারি এবং ভেশাল (জাল) নামে পরিচিত। বাঁধের ওপরের জিও ব্যাগ ছিঁড়ে তার মধ্যে গর্ত করে ভেশালও স্থাপন করেছেন তাঁরা। এ ছাড়া পদ্মাপারের কিছু অসচেতন মানুষ বাঁধের জিও ব্যাগ কেটে ফসলের পালা ঢেকে রেখেছেন। কেউ বাড়িতে ব্যবহার করছেন। আবার কেউ মৎস্য শিকারেও ব্যবহার করছেন এসব জিও ব্যাগ। 

এম এ রাজ্জাক আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিমল সরকার জানান, কয়েক দিন আগে পদ্মা পাড় ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানে জেলেদের অনেকগুলো জিও ব্যাগ কেটে চায়না জাল পেতে রাখতে দেখেন। পদ্মা ভাঙন রোধের জন্য জিও ব্যাগ ফেলা হয়েছে। কিন্তু জেলেদের অসচেতনতার কারণে বাঁধ হুমকির মুখে পড়েছে বলে জানান তিনি। 

বয়রা ইউপি চেয়ারম্যান মো. জাহিদুর রহমান তুষার ও হারুকান্দি ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চুন্নু জানান, বারবার জেলেদের নিষেধ করার পরেও তাঁরা শুনছেন না। উপজেলার মাসিক সমন্বয় সভায় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। 

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মোবাইলে জানান, বাঁধের জিও ব্যাগ কেটে ফেলার খবর জেনেছেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি। 

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে