হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের ৭৮টি পূজামণ্ডপে মহাষষ্ঠী উদ্‌যাপিত

লক্ষ্মীপুর প্রতিনিধি

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় লক্ষ্মীপুরের ৫টি উপজেলার ৭৮টি পূজামণ্ডপে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। আজ সোমবার ভোরে পূজামণ্ডপগুলোতে পুষ্পাঞ্জলি দিয়ে মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এ উপলক্ষ্যে প্রতিটি পূজামণ্ডপে চলছে আরতি ও প্রসাদ বিতরণসহ নানা কর্মসূচি। 

দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এ ধর্মীয় উৎসব। পঞ্জিকা অনুযায়ী এবার দেবী মর্ত্যে আসছেন ঘোড়ায় চেপে। বিজয়া দশমীতে দেবী মর্ত্য ছাড়বেন দোলায় চড়ে। পূজা উপলক্ষে, পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে আইনশৃঙ্খলাবাহিনী থেকে জানানো হয়েছে। 

ত্রিনয়নী পূজামণ্ডপে নিয়োজিত পুরোহিত বিজয় গোস্বামী বলেন, আজকে আমাদের আনন্দের দিন। আবার বিজয়াদশমীতে মাকে বিদায়ের মাধ্যমে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। করোনা থেকে বিশ্ববাসীকে মুক্তি দিতে এবার মায়ের কাছে প্রার্থনা থাকবে। সেটাই আমাদের কামনা। 
 
শাঁখারিপাড়া ত্রিনয়নী পূজামণ্ডপ উদ্‌যাপন কমিটির সভাপতি মানিক সাহা বলেন, ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শারদীয় দুর্গোৎসব শুরু করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন হিন্দুধর্মাবলম্বী নেতারা। 

এ বিষয়ে পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান বলেন, জেলার ৭৮টি পূজামণ্ডপগুলোতে ৪ স্তরের ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেন সবাই নির্বিঘ্নে ও নিরাপদে তাঁদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন করতে পারে পুলিশ-প্রশাসনের সে দিকে নজর রয়েছে। পাশাপাশি প্রতিটি মণ্ডপে স্বাস্থ্যবিধি মেনে পূজা পালন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ