লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪০৩ জনের করোনা নমুনা পরীক্ষার মধ্যে ১৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯শ ৫১ জন। আজ বুধবার জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফ্ফার এসব তথ্য জানিয়েছেন।
মৃতদের দুজন সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। নিহত দুজনের বাড়ি রায়পুর ও রামগঞ্জ উপজেলায়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে ৭৯ জন।
জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফ্ফার বলেছেন, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে দুজন। ৪০৩ নমুনা পরীক্ষায় ১৩৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সব চেয়ে বেশি আক্রান্ত ও মৃত হয়েছে জুলাই মাসে। জুলাই মাসে ৬ হাজার ৬১৯ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ২ হাজার ১শ ৮৮ জন। গড়ে শনাক্ত ছিল ৩১ দশমিক ১। আগস্টের দুই দিনে শনাক্তের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৪১। তিন আগস্ট ৩৯ ও চার আগস্ট শনাক্তের ৩২।
স্বাস্থ্য বিভাগ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে।