হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৩ জেলে গ্রেপ্তার

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতিতে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার দায়ে তিন জেলেকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। গতকাল শুক্রবার দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশের যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ১০টি বেহুন্দি জাল ও একটি নৌকা জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃত জেলেরা হলেন বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার উমজরি এলাকার বাসিন্দা ছায়েব আলী হাওলাদারের ছেলে মো. সাইদুল ইসলাম হাওলাদার (৫০), একই এলাকার বাসিন্দা সরোয়ার বাওয়ালীর ছেলে মো. হাফিজ উদ্দিন ও সেরজন মোল্লার ছেলে মো. জয়নাল মোল্লা। 

এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নৌ-পুলিশ। গ্রেপ্তারের পর আজ শনিবার সকালে তাঁদের আদালতে তোলা হয়েছে। 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রামগতির মেঘনা নদীতে মাছ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। তবু নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জেলেদের বিরুদ্ধে মামলা দায়েরও করা হয়েছে। 

রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস আহম্মদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা জালগুলো রামগতি মাছঘাটে এনে প্রকাশ্যে আগুন লাগিয়ে ধ্বংস করা হয়েছে। 

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ