হোম > সারা দেশ > কুষ্টিয়া

তারেক রহমানকে মানুষ সন্ত্রাসী নেতা হিসেবে চেনে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি

তারেক রহমানকে রাজনৈতিক নেতা হিসেবে নয়, জনগণ তাঁকে সন্ত্রাসী নেতা হিসেবে চেনে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আজ রোববার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্রলীগের আয়োজনে ‘স্বাধীনতার ইতিহাস ও এগিয়ে যাওয়া বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি মন্তব্য করেছেন।

মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি বরাবরই মিথ্যাচারের রাজনীতি করে। তাদের নেতা তারেক রহমানকে রাজনৈতিক নেতা হিসেবে না, মানুষ তাকে সন্ত্রাসী নেতা হিসেবে চেনে। এ দেশের মানুষ কোনো সন্ত্রাসীকে নেতা হিসেবে দেখতে চায় না।’ 
 
আওয়ামী লীগ নেতা হানিফ বলেন, ‘তারা (বিএনপি) যে ১০ দফা দাবিতে আন্দোলন করছে, সেই ১০ দফা হলো তারেক রহমানকে প্রতিষ্ঠিত করা, দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবি। এ ছাড়া এই দাবির মধ্যে জনগণের কোনো কথা নেই। এই দাবি নিয়ে দেশবাসীও ভাবছে না। আওয়ামী লীগও ভাবছে না। যে দাবির সাথে জনসম্পৃক্ততা নেই, সেই দাবি আদায়ও সফল হবে না।’

‘দেশে বি-রাজনীতীকরণ চলছে’ জাতীয় পাটির চেয়ারম্যানের এমন বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, ‘জাতীয় পার্টি নিয়ে কথা বলার সময় এখনো আসেনি। তবে আমাদের দেশে একটা রাজনৈতিক কালচার আছে, সরকারের বিরুদ্ধে অভিযোগ করলে জনগণের সমর্থন পাওয়া যায়। এমন মানসিকতা অনেকেই পোষণ করেন। যার কারণে অনেকেই সুযোগ পেলেই সরকারের বিরুদ্ধে অভিযোগ করে। যৌক্তিক-অযৌক্তিক বিচার করে না। সরকারের বিরুদ্ধে এমন কথা বলার আগে আয়নায় নিজের চেহারাটা দেখে নিয়েন।’

এ সময় কুষ্টিয়ার দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা, কুমারখালী খোকসা আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, শেখ হাসান মেহেদি, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, মাযহারুল আলম সুমন, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি মুসতানজিদ, সাধারণ সম্পাদক সেলিম তোহা, জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ

দৌলতপুরে সূর্যের দেখা নেই, বাড়ছে শীতের তীব্রতা

কুষ্টিয়ার দৌলতপুর: গ্রাম আদালতে অতিরিক্ত ফি