হোম > সারা দেশ > কুষ্টিয়া

ছেলেকে না পেয়ে ২৬ ঘণ্টা বৃদ্ধ বাবাকে থানায় আটকে রাখে পুলিশ

কুষ্টিয়া প্রতিনিধি

ফজলু প্রামাণিক। ছবি: সংগৃহীত

টাকা আত্মসাতের অভিযোগ থাকায় ছেলেকে না পেয়ে বৃদ্ধ ভ্যানচালক বাবাকে ২৬ ঘণ্টার বেশি থানায় আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল রোববার সন্ধ্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের ধুসুন্ড গ্রামের বাজার থেকে ফজলু প্রামাণিক (৫৬) নামের ওই বৃদ্ধ ভ্যানচালককে থানায় নিয়ে আসেন উপপরিদর্শক (এসআই) তুষার।

আজ সোমবার রাত ১০টায় এ সংবাদ লেখা পর্যন্ত থানার গারদখানায় ছিলেন তিনি।

বৃদ্ধ ভ্যানচালকের স্ত্রী তাসলিমা খাতুনের অভিযোগ, মালয়েশিয়াপ্রবাসী আব্দুল গাফফার টোকন নামের এক ব্যক্তির নূর এন্টারপ্রাইজ নামের একটি হুন্ডি ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁর ছেলে সজল প্রামাণিক ম্যানেজার হিসেবে কাজ করতেন।

সম্প্রতি বকেয়া বেতন দাবি করার পর প্রথমে কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগ তোলেন ওই প্রবাসী। এ টাকার জন্য মাঠের জমি লিখে দেওয়ার চাপ দেন। দুই মাস আগে তাঁর ছেলের বিরুদ্ধে থানায় ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেন প্রবাসীর বাবা ইসলাম সরদার।

এরপর অভিযোগ মিটিয়ে ফেলার জন্য খোকসা থানা-পুলিশ তাঁর ছেলে সজলের ওপর চাপ দিতে থাকে। একপর্যায়ে ছেলে সজল আত্মগোপনে চলে গেলে গতকাল রোববার সন্ধ্যায় পুলিশের এসআই তুষার ফজলুকে বাড়ি থেকে টেনেহিঁচড়ে পুলিশের গাড়িতে তুলে আনেন। এর পর থেকে ফজলু প্রামাণিককে থানার গারদে আটকে রাখা হয়েছে।

রাত ৯টা ৫৭ মিনিটে ভাই আশরাফ প্রামাণিক বলেন, ‘আমরা এখন থানা চত্বরে বসে আছি। শরীফ নামে স্থানীয় একজন বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কথা বলছেন।’

এদিকে বৃদ্ধকে আটক করে খোকসা থানায় নিয়ে আসার কথা স্বীকার করে এসআই তুষার উল্টো অভিযোগ করে বলেন, বৃদ্ধের বিরুদ্ধে গোপন অভিযোগ আছে। তাই জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটকে রাখা হয়েছে।

এ বিষয়ে থানায় অভিযোগকারী মালয়েশিয়াপ্রবাসী আব্দুল গাফফার টোকনের বাবা ইসলাম সরদারের সঙ্গে কথা বলার জন্য তাঁর বাড়িতে গেলে তিনি কথা বলতে রাজি হননি।

রাত সাড়ে ৯টায় খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মইনুল ইসলাম বলেন, ওই ব্যক্তির ছেলের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। তিনি পলাতক। তাই যাচাই-বাছাই করার জন্য তাঁর বাবাকে থানায় আনা হয়েছে। ছেলেকে না পেয়ে ২৪ ঘণ্টার বেশি একজন বৃদ্ধ বাবাকে থানায় আটকে রাখতে পারেন কি না, জানতে চাইলে ওসি বলেন, ‘রাত ৯টার দিকে আনা হয়েছে। যাচাই-বাছাই করে সত্যতা পেলে মামলা হবে। না পেলে ছেড়ে দেওয়া হবে। এর কিছুক্ষণ পর তিনি আবার মোবাইল ফোনে কিছুক্ষণ পরেই ছেড়ে দেওয়া হবে বলে জানান।’

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ

দৌলতপুরে সূর্যের দেখা নেই, বাড়ছে শীতের তীব্রতা

কুষ্টিয়ার দৌলতপুর: গ্রাম আদালতে অতিরিক্ত ফি

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে নথিপত্র

দৌলতপুরে গ্রাম আদালতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ