হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুমারখালীতে নদীতে ডুবে বাবা-ছেলের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

কালীগঙ্গা নদীতে ডুবে বাবা-ছেলের মৃত্যুতে স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় কালীগঙ্গা নদীতে ডুবে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের জংগলী স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন একই এলাকার জাহিদুল ইসলাম (৪৫) এবং তাঁর ছেলে জিহাদ (৯)।

জাহিদুল কুষ্টিয়া পল্লী ও দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কার্যালয়ে চাকরি করতেন। জিহাদ স্থানীয় জংগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহিদুল চাকরির পাশাপাশি চাষাবাদ করতেন। আজ বেলা দেড়টার দিকে জিহাদকে নিয়ে বাড়ির পাশে কালীগঙ্গা নদীতে পাট জাগ দিতে যান তিনি। পাট জাগ দেওয়া শেষে বেলা আড়াইটার দিকে ছেলেকে কাঁধে চড়িয়ে নদীর মাঝ থেকে তীরে ফিরছিলেন তিনি। হঠাৎ বাবা-ছেলে নদীতে ডুবে যান। নদীর তীরে থাকা ফয়জুল হক নামের এক ব্যক্তি তা দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। তাঁরা প্রায় দেড় ঘণ্টা নদীতে খোঁজাখুঁজি করে জিহাদ এবং পরে জাহিদুলের লাশ উদ্ধার করেন।

ফয়জুল হক বলেন, ‘পাট জাগ দেওয়া শেষে জাহিদুল ছেলেকে কাঁধে নিয়ে ফিরছিলেন। প্রথমে বাবা এবং পরে ছেলে পানিতে ডুবে যায়। তাঁদের ডুবতে দেখে দ্রুত স্থানীয়দের খবর দেই।’

কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বাবা-ছেলের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ

দৌলতপুরে সূর্যের দেখা নেই, বাড়ছে শীতের তীব্রতা

কুষ্টিয়ার দৌলতপুর: গ্রাম আদালতে অতিরিক্ত ফি

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে নথিপত্র

দৌলতপুরে গ্রাম আদালতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ