হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ঈদের কেনাকাটা করতে বেরিয়ে যুবক নিখোঁজ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে বাড়ি থেকে চার হাজার টাকা নিয়ে ঈদের কেনাকাটা বের হন ইবনে হাবিব সোহাগ (২৭) নামের এক যুবক। এরপর থেকে নিখোঁজ রয়েছেন তিনি। এদিকে ৯দিন অতিবাহিত হলেও সোহাগের সন্ধান পায়নি তাঁর পরিবার। সোহাগ কুড়িগ্রাম পৌর শহরের  হাসপাতাল পাড়া এলাকার বাবর আলীর ছেলে।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার কুড়িগ্রাম সদর থানায় নিখোঁজের বিষয়টি উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সোহাগের বাবা।সাধারণ ডায়ে

রিতে তিনি উল্লেখ করেছেন, গত ২০ এপ্রিল বিকেলে তাঁর ছোট ছেলে সোহাগ মায়ের কাছ থেকে টাকা নিয়ে ঈদের কেনা-কাটা করার কথা বলে বাসা থেকে বের হন। এরপর সেদিন রাতে বাসায় আর না ফিরে আসলে, পরিচিত সবখানে খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি। 

স্থানীয় কয়েকজন প্রতিবেশী জানান, বাবর আলীর ছোট ছেলে সোহাগ গত ৫ মাস ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি নিজ ঘরের ভেতর থেকে বাইরে বের হতেন না। কোনো বন্ধু-বান্ধবদের সঙ্গেও যোগাযোগ রাখতেন না। এলাকার কারও সঙ্গে কথা বলতেন না। আপন মনে থাকতেন তিনি।

নিখোঁজ সোহাগের বাবা বলেন, ‘আমার ছেলে এইচএসসি পাস করার পর আর লেখা পড়া করতে চায়নি। আমরাও জোড় করিনি। কোনো কাজ কর্মও করত না। সারা দিন নিজের ঘরে থাকত। ঈদের মার্কেট করার জন্য বাসার বাইরে যায় সে। এরপর আর ফিরে আসেনি।’

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ওসি (তদন্ত) গোলাম মর্তুজা বলেন, ‘আমরা নিখোঁজের বিষয়টি গতকাল জানতে পেরেছি। পরিবার থেকে অনেক বিলম্বে আমাদেরকে জানানো হয়েছে। আমরা নিখোঁজ যুবকের অবস্থান নিশ্চিতে সব ধরনের চেষ্টা চালাচ্ছি।’

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু