হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

প্রতিবন্ধীর ট্রাক্টর ভাড়া নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

কিশোরগঞ্জ প্রতিনিধি

শারীরিক প্রতিবন্ধী মজিবুর রহমান নজরুলের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির ট্রাক্টর ভাড়া নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে। এমনকি ট্রাক্টরটি ফেরত চাইলে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় দুই মাস আগে পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।

এসব অভিযোগ করে বুধবার (২৩ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গবাজারে একটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন শারীরিক প্রতিবন্ধী মজিবুর রহমান নজরুল। ভুক্তভোগী নজরুল পাকুন্দিয়া উপজেলার পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

অন্যদিকে অভিযুক্ত যুবদল নেতা নুরুল ইসলাম বুলবুল পাকুন্দিয়া উপজেলার চণ্ডীপাশা গ্রামের বাসিন্দা। নুরুল ইসলাম বুলবুল জেলা যুবদলের সদস্য বলে জানা গেছে। তবে তিনি দাবি করেছেন, ট্রাক্টরটি তাঁর।

ভুক্তভোগী নজরুল বলেন, যুবদল নেতা বুলবুল তাঁর ট্রাক্টরটি ছয় মাসের জন্য ভাড়া নেন। ভাড়া চাইতে গেলে তিনি ৮-১০ জন ছেলে নিয়ে এসে মাথায় পিস্তল ঠেকিয়ে বলেন, এই গাড়ি তাঁর। বেশি কথা বললে গুলি করে দেবে বলে হুমকি দেন।

শারীরিক প্রতিবন্ধী মজিবুর রহমান নজরুল। ছবি: আজকের পত্রিকা

পরে নজরুল পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ করেন। থানা থেকে তাঁকে দুই মাস ধরে ঘোরানো হচ্ছে। নজরুল বলেন, ‘ভাড়ার প্রায় ১৫ লাখ টাকাসহ আমি আমার গাড়ি ফেরত চাই।’

অভিযুক্ত যুবদল নেতা নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘নজরুলের কোনো ট্রাক্টর আমি নিইনি। বরং আমার ট্রাক্টরটা ওর ইটখোলায় নিয়ে লুকিয়ে ফেলেছিল। পরে পুলিশ দিয়ে ট্রাক্টরটি উদ্ধার করে আনি। এখন সে আমার পাওনা না দেওয়ার জন্য ট্রাক্টর ভাড়া দেওয়ার মিথ্যা নাটক সাজাচ্ছে।’

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ‘অভিযোগের বিষয়ে আমার জানা নেই।’

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার

মাটি কেটে বেড়িবাঁধ: ৮ মাসেও ভরাট করা হয়নি জমি

কিশোরগঞ্জে বিএনপির ৭ বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, চিন্তিত তৃণমূল নেতা-কর্মীরা