হোম > সারা দেশ > নড়াইল

পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা 

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় গরুর পচা মাংস বিক্রির অপরাধে বাবু শেখ নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার এড়েন্দা বাজারে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম প্রদীপ্ত রায় দীপন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাবু শেখ গত ২৪ জুন জবাই করে গরুর যে মাংস পান, তাঁর মধ্যে এক মণ মাংস অবিক্রীত থেকে যায়। পরে ওই মাংস একটি নষ্ট ফ্রিজে রাখেন। এতে মাংস পচে যায়। গতকাল মঙ্গলবার তাঁকে ওই মাংস এড়েন্দা বাজারে বিক্রি করতে দেখে স্থানীয় লোকজন প্রশাসনকে খবর দেন।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম প্রদীপ্ত রায় দীপন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং ঘটনার সত্যতা পেয়ে পচা মাংস বিক্রির দায়ে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং মাংস মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন। এ সময় লোহাগড়া থানার পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে সার্বিক সহযোগিতা করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম প্রদীপ্ত রায় দীপন বলেন, পচা মাংস বিক্রির দায়ে মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং পচা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা