হোম > সারা দেশ > বাগেরহাট

মোংলা-ঢাকা আন্তনগর ট্রেন চালুর দাবি

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা ও ঢাকার মধ্যে দুটি আন্তনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের বন্দর ও পর্যটন নগরী মোংলা ও ঢাকার মধ্যে দুটি আন্তনগর ট্রেন চালুর দাবি জানানো হয়েছে। দাবি আদায়ে আজ মঙ্গলবার মানববন্ধন ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়।

আজ সকাল ১০টার দিকে মোংলা পৌরসভা চত্বরে ‘আমরা মোংলাবাসী’র ব্যানারে মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সংঘের সভাপতি নুর আলম শেখ। বক্তব্য দেন পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক মো. জুলফিকার আলী, মোংলা বন্দর বণিক সমিতির সভাপতি মো. হাবিব, মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, সাবেক পৌর কাউন্সিলর আ. কাদের প্রমুখ।

বক্তারা বলেন, সমুদ্রবন্দর ও পর্যটনকেন্দ্র হিসেবে মোংলা জাতীয় ও আন্তর্জাতিকভাবে ক্রমান্বয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বন্দর, শিল্পাঞ্চল ও সুন্দরবনসংলগ্ন এই অঞ্চলের অর্থনৈতিক ও পর্যটন সম্ভাবনা বাস্তবায়নের জন্য আধুনিক ও সরাসরি রেলসংযোগ অপরিহার্য হয়ে উঠেছে। বর্তমানে মোংলা থেকে ঢাকার সঙ্গে সরাসরি কোনো আন্তনগর রেলযোগাযোগ নেই। অথচ মোংলা বন্দরের মাধ্যমে দেশের রপ্তানি-আমদানি বাণিজ্য দ্রুত প্রসারিত হচ্ছে এবং এখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, শিল্প পার্ক ও পর্যটনের বিকাশ ঘটছে। এই অবস্থায় মোংলা-ঢাকা ও ঢাকা-মোংলা আন্তনগর ট্রেন চালু অপরিহার্য হয়ে উঠেছে। তাই অবিলম্বে দুটি আন্তনগর ট্রেন চালুর জোর দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়।

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন