হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, পুলিশের অস্বীকার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় রঘুনাথ খাঁ নামে এক সাংবাদিককে আটকের অভিযোগ উঠেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে শহরের বড় বাজার থেকে বাড়ি ফেরার সময় পিএন হাইস্কুল এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তবে আটকের বিষয়টি অস্বীকার করেছে পুলিশ। 

সাংবাদিক রঘুনাথ খাঁ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও দৈনিক পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি। 

সাংবাদিক রঘুনাথ খাঁকে বহনকারী মোটরসাইকেলচালক আব্দুল কুদ্দুস আজকের পত্রিকাকে বলেন, ‘রঘুনাথ খাঁ খবর সংগ্রহের জন্য দেবহাটার খলিষাখালী এলাকায় যান। সেখান থেকে তিনি মোবাইল ফোন দিয়ে কিছু ছবি তোলেন। ফেরার পথে তিনি বড় বাজার থেকে কাঁচাবাজার করেন। বাজার নিয়ে বাড়ি ফেরার পথে শহরের পিএন স্কুলের সামনে তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করেন সদর থানার জনৈক এক পুলিশ পরিদর্শক। পরে ওই পুলিশ কর্মকর্তা তাঁকে নামিয়ে অপর একটি মোটরসাইকেলে তুলে নিয়ে যান।’ 

রঘুনাথ খাঁর স্ত্রী সুপ্রিয়া রানী খাঁ বলেন, ‘খবর পেয়ে তিনি থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছেন। তবে কোথাও রঘুনাথ খাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।’ 

রঘুনাথ খাঁর স্ত্রী আরও বলেন, ‘গত শনিবার গভীর রাতে একদল লোক কাঠিয়াস্থ বাসায় এসে প্রথমে ডাকাডাকি করে। আমরা ভয়ে কোনো সাড়া না দিলে পরে তারা ভাঙা ইট মেরে চলে যায়।’ 

আটকের বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জেহাদ ফখরুল আলম খাঁন আজকের পত্রিকাকে বলেন, সাংবাদিক রঘুনাথ খাঁকে আটকের বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই। 

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা : প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক

জামায়াতে যোগ দেওয়ায় হিন্দুদের মনে শান্তি এসেছে: কৃষ্ণ নন্দী