হোম > সারা দেশ > যশোর

চৌগাছায় পাল্টাপাল্টি সংঘর্ষে ইউপি সদস্য নিহত

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছায় দুই গ্রুপের সংঘর্ষে ঠান্ডু বিশ্বাস (৫০) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। তিনি উপজেলার পাতিবিলা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য। এঘটনায় উভয় পক্ষের আরও ছয়জন আহত হয়েছেন।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাতিবিলা বাজারের হাজী শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের গেটে সংঘর্ষের ঘটনা ঘটে।

হাসপাতালে আহত আব্দুল হামিদ জানান, স্থানীয় মর্জাদ বাঁওড়ে মাছ ধরাকে কেন্দ্র করে উভয় পক্ষের বিরোধ ছিল। বিরোধের সূত্র ধরে রোববার পাতিবিলা বাজারে একজনকে মেরে আহত করে এক পক্ষ। এ নিয়ে উত্তেজনা চলছিল। পরে আজ সোমবার সন্ধ্যায় মেম্বার ঠান্ডু বাজারের স্কুল গেটে একটি দোকানে চা খাচ্ছিলেন। এ সময় উভয় পক্ষের কথা-কাটাকাটি শুরু হয়। এরপর মারামারি বাঁধে। মারামারির সময় মেম্বার ঠান্ডুর পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রতিপক্ষ। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেবার পথেই তাঁর মৃত্যু হয়। 

এঘটনায় আহতরা হলেন সিদ্দিকুর রহমান (৫২), মোমিনুর রহমান (৪৫), টিটো (৩২), আসিম কুমার ঘোষ (৩২), মকবুল হোসেন (৪০) এবং  আব্দুল হামিদ (৪৫)। 

এদের মধ্যে আব্দুল হামিদকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে এবং অসিম ঘোষ ও মকবুল হোসেন চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে হামলাকারী পক্ষের টিটো আহত অবস্থায় চৌগাছা হাসপাতাল থেকে পালিয়ে গেছে। মোমিনুর ও সিদ্দিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। 

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার