হোম > সারা দেশ > যশোর

যশোরে অ্যাম্বুলেন্স–ভ্যান সংঘর্ষে শিশুসহ নিহত ৩

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি 

ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্স। ছবি: সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় অ্যাম্বুলেন্স–ভ্যান সংঘর্ষে ৩ জন নিহত ও দুইজন আহত হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার নবীনগর এলাকায় মোল্লা পাম্পের পাশে যশোর–বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ঝিকরগাছার গদখালী গ্রামের জেহের আলীর স্ত্রী নাজমা বেগম (৫০), সৈয়দপাড়া গ্রামের জামাল সরদারের ছেলে বাবলু (৫৫) ও বামন আলী গ্রামের হাসান ইকবালের শিশু কন্যা রত্না খাতুন (১২)। নিহত শিশুর বাবা হাসান ইকবাল (৩০) ও মা হালিমা খাতুন আহত হয়েছেন। তাঁরা সবাই ব্যাটারিচালিত ভ্যানের যাত্রী ছিলেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকুনুজ্জামান। তিনি বলেন, ভোর সাড়ে ৬টার দিকে একটি মোটরভ্যান পাঁচজন যাত্রী নিয়ে বেনাপোলের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ৯৯৯–এর আওতাভুক্ত একটি অ্যাম্বুলেন্স ধাক্কা দিলে ঘটনাস্থলে ৩ তিনজন প্রাণ হারান এবং দুইজন আহত হন। তবে অ্যাম্বুলেন্স ও ভ্যানের চালককে পাওয়া যায়নি।

রোকুনুজ্জামান আরও বলেন, অ্যাম্বুলেন্সটি দ্রুতগতিতে আসছিল। মরদেহগুলো আমাদের হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া চলছে।

নবীনগরের স্থানীয় বাসিন্দা আওলাদ হোসেন প্রধানীয়া বলেন, অ্যাম্বুলেন্সটি খুব দ্রুত গতিতে এসে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরভ্যান আরোহীরা নিহত হন। তখন অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে যান।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক