হোম > সারা দেশ > খুলনা

বিধি লঙ্ঘনের দায়ে আ.লীগের মেয়র প্রার্থীর সভা বন্ধ করলেন নির্বাচন কর্মকর্তা

খুলনা প্রতিনিধি

আচরণবিধি লঙ্ঘনের দায়ে খুলনার সোনাডাঙ্গায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সভা বন্ধ করে দিয়েছেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা। আজ শনিবার বিকেলের দিকে নগরীর গল্লামারী মোড়ে কর্মিসভাটি সভা হওয়ার কথা ছিল। 

এর আগে শহরের গল্লামারী মোড়ে কর্মিসভা আয়োজনের জন্য সড়কের একপাশ বন্ধ করে দিয়ে সেখানে স্টেজ ও প্যান্ডেল তৈরি করা হয়। খবর পেয়ে নির্বাচন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে এই আয়োজন বন্ধ করার জন্য অনুরোধ করেন। পরে আওয়ামী লীগ নেতারা চেয়ারসহ অন্যান্য মালামাল সরিয়ে নিতে শুরু করেন। 

বিষয়টি নিশ্চিত করে নগরীর সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি মো. সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সন্ধ্যায় নগরীর গল্লামারী মোড়ে কর্মিসভা ছিল। সেখানে সংসদ সদস্য এবং সিটি মেয়রের উপস্থিত থাকার কথা ছিল। দুপুরে সোনাডাঙ্গা থানার ওসি ফোন করে জানিয়েছেন এটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। বিষয়টি জানতে পেরে কর্মিসভা বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তা থেকে চেয়ার টেবিলসহ অন্যান্য জিনিসপত্র সরিয়ে নেওয়া হয়েছে।’ 

সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা বলেন, ‘পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার সন্ধ্যার পর গল্লামারী মোড়ে থানা আওয়ামী লীগের কর্মী সভা হওয়ার কথা ছিল। আমরা ফুটপাতসহ সড়ক একপাশে এই আয়োজন করি। এটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন, এটা আমাদের জানা ছিল না। বিষয়টি জানার পর সিটি মেয়রের নির্দেশে সভা বন্ধ এবং মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে।’ 

কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক বন্ধ করে নির্বাচনী কার্যক্রম পরিচালনা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ ছাড়া আনুষ্ঠানিক প্রচার শুরু আগে এ ধরনের কার্যক্রম পরিচালনা করাও নিষেধ রয়েছে। বিষয়টি আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে জানালে তিনি উদ্যোগী হয়ে সভা বন্ধের নির্দেশ দেন।’

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২