হোম > সারা দেশ > বাগেরহাট

খুলনায় ক্ষুরের আঘাতে বাগেরহাট এসপি অফিসের প্রধান সহকারী জখম

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনায় দুর্বৃত্তের ক্ষুরের আঘাতে বাগেরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান সহকারী মো. হাফিজুর রহমান (৫৮) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের আহসান আহমেদ রোডে ল কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত হাফিজুর রহমান ওই এলাকার বাসিন্দা মোজাহার আলীর ছেলে। তিনি বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে ধরে বিভিন্ন ডকুমেন্টসহ দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছিলেন। অভিযোগপত্র দেওয়ার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে হাফিজুর রহমান ফুচকা ও কাঠগোলার মাঝামাঝি জায়গায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ দুই যুবক তাঁর ওপর হামলা চালান। কিছু বুঝে ওঠার আগেই তারা ক্ষুর দিয়ে তাঁর পিঠে কয়েকটি আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে ওসি বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাগেরহাটের এসপি তৌহিদুল আরিফের ব্যাপক দুর্নীতি ও অনিয়ম তুলে ধরে ডকুমেন্টসসহ দুদকে আবেদন করার পর থেকে হাফিজুর নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এ ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র আছে কি না, জানতে চাইলে ওসি বলেন, ‘এখনই কোনো মন্তব্য করা ঠিক নয়, আমরা তদন্ত করে কারণ উদ্‌ঘাটনের চেষ্টা করছি।’

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন