উচ্চ আদালতের আদেশ অনুযায়ীই এখনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন সম্ভব বলে দাবি করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। তিনি বলেছেন, ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।’
আজ শনিবার সকাল ১০টার দিকে শহরের আমতলা মোড়ের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় মাহবুবউদ্দিন খোকন এ কথা বলেন। জেলা বিএনপি এ সভার আয়োজন করে।
বর্তমান সরকার ‘অবৈধ’ উল্লেখ করে মাহবুবউদ্দিন খোকন বলেন, ‘যে আদেশের অজুহাতে বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না, সেই আদেশেই দুবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বলা আছে। সরকার চাইলেই সেটি সম্ভব।’
আদালত, নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসন যন্ত্রসহ সবকিছু এ সরকার ‘ধ্বংস’ করে ফেলেছে মন্তব্য করে মাহবুবউদ্দিন খোকন বলেন, ‘সর্বস্তরের প্রশাসন আজ সরকারের আজ্ঞাবাহী হিসেবে কাজ করে। সরকার প্রশাসনকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রকাঠামো সংস্কার করা হবে। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী।’