হোম > সারা দেশ > ঝিনাইদহ

চিত্রা নদী দখলমুক্ত করতে জেলা প্রশাসনের অভিযান

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 

ঝিনাইদহের কোটচাঁদপুরের দোড়া ইউনিয়ন অংশে চিত্রা নদী দখলমুক্ত করতে প্রশাসন অভিযান চালায়। ছবি: আজকের পত্রিকা

চিত্রা নদীদূষণ ও দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে ঝিনাইদহের জেলা প্রশাসন। আজ সোমবার সকাল থেকে কোটচাঁদপুরের দোড়া ইউনিয়ন অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালান সংশ্লিষ্ট ব্যক্তিরা। পর্যায়ক্রমে নদীর পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলায় চিত্রা নদীর দৈর্ঘ্য ৫৭.৭৭ কিলোমিটার। এর মধ্যে অবৈধ স্থাপনা রয়েছে ৯৪টি। এর মধ্যে কোটচাঁদপুরে ৩৪টি আর ৬০টি স্থাপনা কালীগঞ্জে। গত কয়েক মাস আগে কোটচাঁদপুরের দোড়া ইউনিয়ন অংশে নদীর সীমানা মেপে নির্ধারণ করা হয়। এ সময় নদীর মধ্যে ধরা পড়ে ৩৪টি অবৈধ পুকুর ও একটি মন্দিরের কিছু অংশ। সে অনুযায়ী ওই সব অবৈধ দখলদারদের প্রত্যেককে নোটিশ করা হয়। মাইকিং করা হয়, পুরো এলাকাজুড়ে। এরপরও দখলদাররা তাঁদের স্থাপনা সরিয়ে না নেওয়ায় আজ সকাল থেকে চিত্রা নদীদূষণ ও দখলমুক্ত করতে কাজ শুরু করেছে ঝিনাইদহের জেলা প্রশাসন।

অভিযানে ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) কাজী আনিসুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ড ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস, সার্ভেয়ার গোলাম মর্তুজ আলী, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাকির হোসেন ও কোটচাঁদপুরের লক্ষ্মীপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কবির হোসেন।

পানি উন্নয়ন বোর্ড ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস বলেন, ‘কোটচাঁদপুরের দোড়া ইউনিয়নের চিত্রা নদীর মধ্যে ৩৪টি স্থাপনা পড়েছে। আমরা ২০ দিন আগে নদীর সীমানা মেপে নির্ধারণ করে নোটিশ করেছিলাম। আজ সকাল থেকে ওই সব অবৈধ পুকুর নদীর সঙ্গে মিশিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। যা চলবে আগামী তিন দিন। আমরা আশা করছি, আগামী ৩ দিনের মধ্যে অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করা সম্ভব হবে।’ তিনি বলেন, নদী দখলমুক্ত করতে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসনের সহায়তা নেওয়া হয়েছে। ওই সময় তাঁরা ঘটনাস্থলে ছিলেন। এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। ওই সব দখলদারদের বিরুদ্ধে মামলা করবেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, না কোনো মামলা হচ্ছে না। কারণ তাঁরা কোনো বাধা প্রদান করেননি।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি