হোম > সারা দেশ > যশোর

যশোরে ১০ বছরের পুরোনো সব মামলার বিচার কাজ শেষ করার নির্দেশ

যশোর প্রতিনিধি

যশোর আদালতে ৮২ হাজার ৩৪৩টি মামলা বিচারাধীন রয়েছে। চলমান মামলার পাশাপাশি পুরোনো এসব মামলা নিষ্পত্তির তাগিদ দিয়েছেন উচ্চ আদালতের মনিটরিং কমিটির খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন। আজ রোববার বিকেলে বিচার বিভাগ যশোরের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর হোসেন এ নির্দেশ দেন। 

বিচারপতি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘মাননীয় প্রধান বিচারপতির নির্দেশনা রয়েছে, চলমান মামলার পাশাপাশি পুরোনো মামলার জট কাটাতে হবে। আগামী ১০ বছরের মধ্যে পুরোনো সব মামলার বিচার কাজ শেষ করতে হবে।’ 

বিচারপতি আরও বলেন, ‘মানুষ দুঃখ-দুর্দশা নিয়ে বিচার পাওয়ার আশায় দিনের পর দিন, বছরের পর বছর কোর্টের বারান্দায় ঘুরছেন। দ্রুত মামলার রায় নিয়ে তারা ঘরে ফিরতে পারছেন না। কারও পক্ষে যাক বা বিপক্ষে যাক, মামলার রায় দ্রুত দিতে হবে।’ 

বিচারকদের উদ্দেশ্যে বিচারপতি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বিচারক সঠিক সময়ে এজলাসে উঠবেন এবং নামবেন। দিনে দুইবেলা আপনারা এজলাস করবেন। বিচারপ্রার্থী মানুষ যেন কোর্টের বারান্দায় হয়রানি না হয়। এটা নিশ্চিত করা আমাদের পবিত্র ও নৈতিক দায়িত্ব। বিচার বিভাগের নিচ থেকে উপর পর্যন্ত সবপর্যায়ে দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। আমরা বিচার বিভাগের মামলার জট কমাতে চাই। মামলা দ্রুত নিষ্পত্তির জন্য পুলিশ, প্রশাসন, বার এবং বেঞ্চের মধ্যে সমন্বয় থাকা ভীষণ দরকার।’ 

প্রশাসন ও পুলিশের উদ্দেশ্যে বিচারপতি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘দেওয়ানি মামলা নিষ্পত্তির জন্য প্রশাসনের আন্তরিকতা থাকা দরকার। দেওয়ানি মামলার বিচারপ্রার্থীকে জমির রেকর্ড ঠিক করতে এসিল্যান্ড অফিসে দিনের পর দিন ঘুরতে হবে কেন? গুরুত্বপূর্ণ বড় মামলার সাক্ষী হাজির করার জন্য পুলিশ সুপারের সহায়তা থাকা দরকার।’ 

এ বিষয়ে পুলিশ ও প্রশাসনের অধস্তন কর্মকর্তাদের নিয়মিত মনিটরিং করার জন্য তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন। সভায় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার তাদের বক্তব্যে মামলা নিষ্পত্তির বিষয়ে তাদের ভূমিকার কথা তুলে ধরেন। এরপর জেলা জজ ইখতিয়ারুল ইসরাম মল্লিক বক্তব্য রাখেন। এর আগে সভার যশোর আদালতের মামলা পরিস্থিতি ও সমস্যা নিয়ে বিভিন্ন তথ্য প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। 

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক