হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ড্রেন থেকে ১০ কেজি রুপার গয়না উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ড্রেন থেকে ১০ কেজি রুপার গয়না উদ্ধার করেছে বিজিবি। গতকাল বুধবার বিকেলে উপজেলার মুন্সিপুর বিওপি এলাকায় চোরাচালান প্রতিরোধে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বিশেষ অভিযানে এই উদ্ধারের ঘটনা ঘটে। 

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের সার্বিক নির্দেশনায় মুন্সিপুর কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার তাপস কুমার ঘোষ অভিযানের নেতৃত্ব দেন। গতকাল বিকেল ৫টার দিকে বিজিবি সদস্যরা সীমান্তের মূল পিলার ৯২/১০-আর থেকে ২০০ গজ বাংলাদেশের ভেতরে কিতাব মল্লিকের (৬০) বাড়িতে অভিযান চালান। এ সময় ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান তিনি। 

কিতাব মল্লিকের বাড়ির টিউবওয়েলের পানির ড্রেন থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় আটটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে মোট ১০ কেজি ভারতীয় রুপার গয়না পাওয়া যায়। পলাতক কিতাব মল্লিকের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধার করা রুপার গয়না চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক