সাতক্ষীরায় মেশিনে ধান ঝাড়ার সময় বিদ্যুতায়িত হয়ে ইয়াকুব আলী সরদার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদরের বকচরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াকুব আলী সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের মুজিত সরদারের ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান বলেন, আজ বৃহস্পতিবার ইয়াকুব আলী সকাল থেকে বাড়ির উঠানে ইলেকট্রিক ধানঝাড়া মেশিনে ধান ঝাড়ছিলেন। একপর্যায়ে মেশিনটি বিদ্যুতায়িত হয়ে পড়লে তিনি তাতে জড়িয়ে যান। তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রওশন দাইনী মৃত ঘোষণা করেন।