সাতক্ষীরায় বিএনপির বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভায় দুই গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার শহরের একটি কমিউনিটি সেন্টারে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর উপস্থিতিতে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পরে পুলিশ বেধড়ক লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের ২০ জনেরও অধিক নেতা-কর্মী আহত হয়েছেন।
সভায় উপস্থিত বিএনপির একাধিক নেতা জানান, আজ শহরের একটি কমিউনিটি সেন্টারে বেলা তিনটার দিকে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে সভা শুরু হয়। আগামী ৪ ফেব্রুয়ারি খুলনার বিভাগীয় সমাবেশ উপলক্ষে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সভার বক্তব্য দিতে ওঠেন জেলা বিএনপির সদস্য আইনুল ইসলাম নান্টা। বক্তব্যে তিনি প্রধান অতিথির সামনে জেলা বিএনপির বর্তমান সংকট নিয়ে খোলামেলা বক্তব্য দিতে শুরু করেন। একপর্যায়ে তিনি বলেন, বর্তমানে জেলায় বিভিন্ন পর্যায়ের যে কমিটি হচ্ছে, তার অধিকাংশ পকেট কমিটি। এমনকি কমিটি বাণিজ্যেরও অভিযোগ করেন তিনি।
অপ্রীতিকর পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসান আজকের পত্রিকাকে বলেন, আব্দুল আলিমের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের জেরে আজকে কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে এমন অঘটন ঘটল। আব্দুল আলিম তাঁর বক্তব্যে বলেছেন, অবস্থা যেদিকে যাচ্ছে, তাতে আমান হত্যার মতো ঘটনা ঘটতে পারে। তার এই বক্তব্যের পরপরই উত্তেজনার সৃষ্টি হয়। তিনি ভবিষ্যতে দায়িত্বশীল নেতাদের আরও সংযত আচরণের পরামর্শ দেন।
জেলা বিএনপির সদস্যসচিব আব্দুল আলিম বলেন, এটা উল্লেখ করার মতো তেমন বিষয় নয়। নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝিতে সামান্য উত্তেজনা সৃষ্টি হয়েছিল।