হোম > সারা দেশ > সাতক্ষীরা

মন্দির ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন

মাসুদ পারভেজ, কালীগঞ্জ (সাতক্ষীরা)

খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে মন্দির ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে কালীগঞ্জে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা সদরের কাঁকশিয়ালী সেতুসংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালের পাশের মহাসড়কে সুশাসনের জন্য নাগরিক–সুজন, জাতীয় হিন্দু মহাজোট ও যুব মহাজোট উপজেলা শাখার আয়োজনে এই মানববন্ধন পালিত হয়। 

সুশাসনের জন্য নাগরিক—সুজনের উপজেলা কমিটির সহসভাপতি শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় এই মানববন্ধনে বক্তব্য রাখেন সহসভাপতি অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম। 

এ সময় উপস্থিত ছিলেন সুজনের সদস্য ও সাংবাদিক এস এম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, জাহাঙ্গীর হোসেন, দি হাঙ্গার প্রজেক্টের আনিসুর রহমানসহ অন্যান্য সদস্য। এ ছাড়া বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট উপজেলা শাখার সভাপতি ডাক্তার পতিরাম মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সরদারের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রভাষ চন্দ্র মণ্ডল, তাপস কুমার, চণ্ডীচরণ মণ্ডল, তারক সরকার, সিদাম প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানন তাঁরা। সংখ্যালঘুদের ওপর নির্যাতন, মন্দির ও প্রতিমা ভাঙচুরকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার