হোম > অপরাধ > খুলনা

কুষ্টিয়ায় গৃহবধূকে ধর্ষণের মামলায় ৩ আসামির যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে তিন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১ লাখ টাকা অর্থদন্ডের আদেশ দেওয়া হয়। অভিযোগ প্রমানিত না হওয়ায় মামলার তিন আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়। 

আজ রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দাড়ের পাড়া এলাকার মৃত আবু তালেব মন্ডল এর ছেলে সেলিম মন্ডল (৩২), জামান মন্ডলের ছেলে নকুল মন্ডল (৩৫) এবং আফসার মন্ডলের ছেলে আহসান মন্ডল (২৭)। 

কুষ্টিয়া জজ আদালতের সরকার পক্ষের কৌসুলী (পিপি) আ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার সংক্ষিপ্ত বিবরন এবং আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৯ সেপ্টেম্বরে দৌলতপুর উপজেলা দৌলতখালী এলাকায় গৃহবধূ তাঁর স্বামীকে নিয়ে বন্ধুর বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে রাস্তার মাঝামাঝি ফাঁকা মাঠের মধ্যে অভিযুক্তরা মোটরসাইকেল থামিয়ে তাদেরকে হত্যার হুমকি দিয়ে স্বামীকে রাস্তার পাশের গাছের সঙ্গে বেঁধে ওই গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ করেন। এ বিষয়ে ঘটনার ২২ দিনপর ওই গৃহবধূ বাদী হয়ে দৌলতপুর থানায় ছয়জন অজ্ঞাত ব্যক্তির নামে ধর্ষণ মামলা দায়ের করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহা. শাহ দারা খান মামলার তদন্ত শেষ করে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চাজশিট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ তিনজনকে যাবজ্জীবন এবং অভিযোগের সঙ্গে প্রমাণ না হওয়ায় তিনজনকে বেকুসুর খালাস প্রদান করেন।

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার