যশোরে এক ফল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার মধ্যরাতে যশোর শহরের মুজিব সড়কে মডেল মসজিদের সামনে এক গলি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যবসায়ীর নাম আকিকুল ইসলাম (৫০)। তিনি জেলার ঝিকরগাছা উপজেলার পায়রাতলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
নিহতের ভাই তরিকুল ইসলাম জানান, আকিকুল ইসলামের ঝিকরগাছা বাসস্ট্যান্ডে একটি ফলের দোকান আছে। মঙ্গলবার রাত ৯টার পরে তিনি ঝিকরগাছা এলাকায় ছিলেন। গভীর রাতে খবর পান তাঁর ভাইকে কেউ শ্বাসরোধ করে হত্যা করেছে। লাশ উদ্ধার করে পুলিশ যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
তরিকুল ইসলাম বলেন, ‘পুলিশের কাছে জানতে পেরেছি, একজন নারী মোবাইল ফোনে তাকে ডেকে আনে। এরপর বালুর মধ্যে মুখ চেপে ভাইকে হত্যা করা হয়েছে।’
যশোর কোতোয়ালি থানার (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, রাতেই লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে কারা তাঁকে হত্যা করেছে তা এই মুহূর্তে জানা যায়নি। এই হত্যাকাণ্ডে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।