সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ৯ নম্বর মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ২০১৬-১৭ ও অন্যান্য অর্থবছরের বার্ষিক উন্নয়ন প্রকল্পের সরকারি বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ওই ইউপি চেয়ারম্যানের বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী। বিচারের দাবিতে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় কালীগঞ্জের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন ইউনিয়নের ১৮ জায়গায় সরকারি উন্নয়ন প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। তাঁরা বলেন, শুধু কাগজকলমে উন্নয়ন দেখানো হয়েছে। কিন্তু বাস্তবে কোনো কাজ করা হয়নি। বরং ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তাই দ্রুত তদন্ত করে তাঁর দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়।
সভায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফিরোজ কবীর কাজল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা শাখার সদস্য সন্দ্বীপ কুমার ঘোষ, ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু তালেব, মথুরেশপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেজওয়ান ইভান রনি ও দিয়া ডিএমসি ক্লাবের সিনিয়র সদস্য মাসুম হাসান।