হোম > সারা দেশ > খুলনা

পাইকগাছায় অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, ছাত্রী উদ্ধার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় অপহরণ মামলার আসামিকে গ্রেপ্তার ও ১০ম শ্রেণির ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে খুলনা শহর থেকে আসামিকে গ্রেপ্তারের ঘটনা ঘটে। 

আজ শুক্রবার সকালে উদ্ধার হওয়া স্কুলছাত্রী স্বাস্থ্যপরীক্ষা শেষে পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। 

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, গত ২ ফেব্রুয়ারি পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের মহিবুল্লাহ সরদার (২০) ১০ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করেন। এই ঘটনায় ছাত্রীর বাবা ওই দিনই পাইকগাছা থানায় অপহরণ মামলা করেন। প্রায় ৯ মাস পর উন্নত প্রযুক্তি ব্যবহার করে নারায়ণগঞ্জ জেলা এলাকা থেকে আবুবক্কর গাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, তাঁর স্বীকারোক্তিতে খুলনার শহরের সাচিবুনিয়া থেকে মহিবুল্লাহকে গ্রেপ্তার ও ছাত্রীকে উদ্ধার করে পাইকগাছা-থানা পুলিশ। 

ওসি রফিকুল ইসলাম বলেন, ‘অপহরণ মামলার আসামিকে গ্রেপ্তার ও ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা শেষে উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারা জবানবন্দি শেষে পরিবারে কাছে দেওয়া হয়েছে।’

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক