হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন 

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে রহমত উল্লাহ খোকন হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক বাহাউদ্দিন আহমেদ এ আদেশ দেন। আদালতের পিপি মো. ইসমাইল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন–খাজুরা শেখপাড়া গ্রামের সাইফুল ইসলাম পাভেল, একই গ্রামের আলো মিয়া, খাজুরা জোয়ারদার পাড়ার আসলাম হোসেন, একই গ্রামের ইমরান আলম, সাদ্দাম হোসেন ও রাসেল হোসেন। এদের মধ্যে আলো, রাসেল ও পাভেল পলাতক। 

আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৬ এপ্রিল মোটরসাইকেলে হরিণাকুণ্ডু উপজেলার বেড়বিন্নি গ্রামের বাড়ি থেকে মোবাইলে কথা বলে ঝিনাইদহ শহরে গন্ডগোল হচ্ছে বলে বের হন রহমত উল্লাহ খোকন। পরে আর তিনি বাড়ি ফিরেননি। এর পরদিন ১৭ এপ্রিল সদর থানার বড়খাজ্রু গ্রামের একটি বাঁশ বাগান থেকে কুপিয়ে হত্যা করা মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিনই নিহত রহমত উল্লাহ এর চাচা আব্দুর রাজ্জাক বাদী হয়ে সদর থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলার তদন্ত শেষে পুলিশ নয়জনকে আসামি করে আদালতের চার্জশিট দেয়। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত সাইফুল ইসলাম পাভেল, আলো মিয়া, আসলাম হোসেন, ইমরান আলম, সাদ্দাম হোসেন ও রাসেল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মামলার বাকি তিন আসামিকে বেকসুর খালাস দেন আদালত।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা