সাতক্ষীরার সুলতানপুর বড়বাজারে বিদ্যুতায়িত হয়ে রেজাউল ইসলাম (৪৪) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত রেজাউল সাতক্ষীরা শহরতলির গড়েরকান্দা এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
এ বিষয়ে গড়েরকান্দার নিহতের বোন জামাই রফিকুল ইসলাম জানান, তাঁর শ্যালক রেজাউল ইসলাম আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঘরে কাজ করার সময় পা পিছলে পানির মোটরের ওপর পড়ে যান। এ সময় মোটরের তারে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম কবীর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।